সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ ও দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো আব্দুল মালিক স্মরণে শুক্রবার রাতে সিলাম শাহী ঈদগা ময়দানে সিলাম ইউনিয়নবাসীর উদ্যোগে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলাম শাহী ঈদগা পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মুদাব্বির হোসেনের সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ সাংবাদিক এম আহমদ আলী ও বিশিষ্ট রাজনীতিবিদ তাজরুল ইসলাম তাজুলের যৌথ সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, রিয়াদে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি কাপ্তান হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাাভোকোট সালেহ আহমদ হীরা, উপপ্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক কূহিনুর আহমদ, তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনুল ইসলাম, সিলাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, বিশিষ্ট মুরব্বি আব্দুস শহীদ মাস্টার, আব্দুল কাইয়ুম মাস্টার, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, গোয়াইনঘাট এম সাইফুর রহমান বি এম কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব প্রমুখ।
নাগরিক শোকসভায় বক্তারা বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে আব্দুল মালিক আমৃত্যু কাজ করে গেছেন। তার অবদান এলাকাবাসী চিরদিন স্মরণ করবে।
এর আগে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে খতমে কোরআন অনুষ্ঠিত হয়। সবশেষে দোয়া মাহফিল পরিচালনা করেন সিলাম পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মো নজরুল ইসলাম।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply