বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ পেতাম না। এ দেশের নাগরিক হতে পারতাম না।
শুক্রবার, ১৭ মার্চ বিকেলে যুক্তরাষ্ট্র মিশিগান আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক লিয়াকত আলীর অর্থায়নে হাজী ওয়াতির আলী, ওয়াজিদ আলী ও রইছ মিয়া হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মদিনাতুল উলূম সিলাম মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ মানবিক কার্যক্রমে মিশিগান আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক লিয়াকত আলীর সভাপতিত্বে ও জ্যেষ্ঠ সাংবাদিক এম আহমদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়াম্যান মোহাম্মদ আবু জাহিদ, মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এপিপি অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ পরিচালক ফখরুজ্জামান সালেক, নূরজাহান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, গোয়াইনঘাট এম সাইফুর রহমান বি এম কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব ও মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক আবুছাঈদ জুবেরী ছাদ, সমাজসেবক শাহ দিলওয়ার, অধ্যাপক নূরুল ইসলাম আলমগীর, সমাজসেবক বাহার উদ্দিন, আলিম উদ্দিন, ব্যাংকার মাহমুদুল হাসান তারেক ও নূর মিয়া। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply