নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি ও সিলেটে প্রথম অনলাইন টেলিভিশন সিলটিভির নিজস্ব প্রতিবেদক শুকরান আহমদ রানার পিতা মো লোকমান মিয়া আর নেই।
সোমবার রাত ৩টায় বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি বৃদ্ধ মা, স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে সহ দেশে বিদেশে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর নামাজে জানাজা শেষে তাকে তার নিজ গ্রাম বড়তলার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
মো লোকমান মিয়া স্বাধীনতা পরবর্তী সময় থেকে ২০১৪ সাল পর্যন্ত অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
শুকরান আহমদ রানার পিতার মৃত্যুতে সিলটিভি পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
এক বার্তায় সিলটিভির পরিচালকবৃন্দ, সম্পাদকীয় উপদেষ্টা, বার্তা উপদেষ্টা, বার্তা সম্পাদক ও অন্যান্য কর্মকর্তা এই শোক প্রকাশ করেন।
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক সহ সভাপতি আশিক আলী, বর্তমান সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মোছাদ্দিক হোসেন সাজুল, কোষাধ্যক্ষ রোহেল উদ্দিন, প্রচার সম্পাদক আখতার আহমদ শাহেদ এবং সাংবাদিক আব্দুস সালামও মো লোকমান মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply