হবিগঞ্জ প্রতিনিধি : ২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামায়াতের মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলা এবং সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সহসভাপতি অ্যাডভোকেট আফিল উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম ও অ্যাডভোকেট সুলতান মাহমুদ।
এর আগে হবিগঞ্জ জেলা মহিলা লীগ ও জেলা যুবলীগ অনুরূপ কর্মসূচি পালন করে।
Leave a Reply