সিলেটে সিপাহী জনতার অভ্যুত্থানের ৪১তম বার্ষিকী উপলক্ষে জাসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাসদ জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক গোলাম রব্বানী।
সোমবার সন্ধ্যা ৬টায় মহানগরীর জিন্দাবাজারে নজরুল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আখতার, মুক্তিযাদ্ধা সংসদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল হক, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি আবুল হোসেন, ড নেসার আহমদ কায়সার, জেলা বাসদ সমন্বয়ক কমরেড আবু জাফর, ১১নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, মহানগর জাসদ সমন্বয়ক মিশফাক আহমদ চৌধুরী মিশু, জাসদ নেতা মহিউদ্দিন, গিয়াস আহমদ, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আব্দুল বাছির বাদল ও রেজাউল কিবরিয়া লিমন। পরিচালনায় ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী।
Leave a Reply