ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এফবিসিসিআইর সহ সভাপতি ও বিজিএমইএর সাবেক সভাপতি মো সিদ্দিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে মনোনীত হওয়ায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো শোয়েব সংগঠনের পক্ষ থেকে পাঠানো অভিনন্দন বার্তায় বলেন, তার এ অর্জন সমগ্র দেশের ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গৌরবের। এফবিসিসিআইর সহ সভাপতি হিসেবে ব্যবসায়ীদের কল্যাণে তিনি যেভাবে নিরলস কাজ করে যাচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবেও তেমনি তিনি দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবেন।
Leave a Reply