তন্দ্রা দেব রায়, মাধবপুর : সামুদ্রিক ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ঢাকা-সিলেট রেল সেকশনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।
সোমবার সন্ধ্যা রাত থেকে সিত্রাংয়ের প্রভাবে ঝড় শুরু হলে মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের অদূরে রেল লাইনের উপর গাছ উপড়ে পড়ে। এতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এ সময় প্রায় ৫০ মিনিট নোয়াপাড়া রেল স্টেশনে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি আটকা ছিল। গাছ সরানোর পর রাত ১টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
হরষপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন।
অন্যদিকে সিত্রাংয়ের কারণে ঝড়ে এলাকার বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে যায়। মঙ্গলবার দুপুর পর্যন্ত অনেক এলাকা বিদ্যুৎ বিচিছন্ন ছিল।
Leave a Reply