মোহাম্মদ জুমান হোসেন : মন্ত্রী টনি বার্ক ফেডারেল শ্যাডো আর্টস মিনিস্টারের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার পার্টি বুধবার অনুষ্ঠিত হয়।
সিডনির ব্যাংকস টাউনের পিসিওয়াইসি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন টনি বার্ক। বক্তব্য রাখেন শ্যাডো মন্ত্রী জিহাদ ডিব ও লেবানিজ কমিউনিটি লিডার বেলাল।
শ্যাডো মন্ত্রী টনি বার্ক বলেন, ‘আমরা যে ধর্মেরই অনুসারী হইনা কেন অপরাপর ধর্মকে সম্মান রেখে কথা বলি।’
তিনি দেশ, জাতি ও মুসলিমদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করন।
ইফতার পার্টির শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াৎ করা হয়।
ইফতার পার্টিতে রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
Leave a Reply