মোহাম্মদ জুমান হোসেন, সিডনি : শনিবার মধ্যরাতে সিডনির সারিহিলস, ওয়ালিপার্ক, পানচবোল ও ল্যাকেম্বা সাবার্বের স্প্রাউল স্ট্রিটে ফেডারেল পুলিশের ব্যাপক তল্লাশি চালায়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ৪০টি রায়ট স্কোয়াড সাবার্বগুলোতে পাঠানো হয়।
অভিযানকালে মার্সকোর্ট নামের এক ভবন থেকে বোমা তৈরির পরিকল্পনায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে দু’জনকে। এই ভবনে বাংলাদেশী পরিবারের বসবাস আছে বলেও জানা গেছে। তবে কোন বাংলাদেশী নাগরিক পুলিশের সন্দেহ তালিকায় আছে কি না তা এখনো জানা যায়নি।
পুলিশ সফলভাবে তাদের অভিযান সম্পন্ন করেছে। সন্ত্রাসবাদ বিরোধী কৌশল প্রণয়ন করে গোয়েন্দা তৎপরতা ও পুলিশি কার্যক্রম চালু রয়েছে এখনো। পুলিশ নিরাপত্তার জন্য আপাতত সবকিছু প্রকাশ করছে না।
Leave a Reply