সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার সৌজন্য সাক্ষাত করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগরীর কুমারপাড়ায় মেয়রের নিজস্ব বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিসিক সচিব মোহাম্মদ বদরুল হক, নিবার্হী প্রকৌশলী আলী আকবর, হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ ও প্রশাসনিক কর্মকর্তা মো হানিফুর রহমান।
সাক্ষাতকালে ভারত সরকার কর্তৃক সিলেটে গৃহীত তিনটি প্রকল্পের উল্লেখ করে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মানুষের কল্যাণে নেয়া এই প্রকল্পগুলো অত্যন্ত প্রশংসনীয়। সিলেটবাসী কৃতজ্ঞতার সাথে এটা স্মরণ করবে।
মেয়র ভারত সরকার ও সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে তা উল্লেখ করে আগামীতে মহানগরীতে নেয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভারত সরকার সহযোগিতার হাত আরো প্রসারিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভারতীয় সহকারী কমিশনার সোমনাথ হালদার সিলেট সিটি কর্পোরেশনের মানব সম্পদ উন্নয়ন, শিক্ষার উন্নয়ন ও চালিবন্দর শ্মশানঘাটের আধুনিকায়নে ভারত সরকার কর্তৃক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন।
সিলেটে ভারত সরকারের বরাদ্দকৃত অনুদানে একটি পাঁচতলা কিন্ডার গার্টেন স্কুল ভবন, ক্লিনার কলোনিতে একটি ছয়তলা ভবন ও ধোপাদিঘিরপাড়ে ওয়াকওয়ে নির্মিত হবে।
Leave a Reply