সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্পব্যয়ে সেবা পৌঁছে দিতে সিটি ডিজিটাল সেন্টারের বিকল্প নেই। এর মাধ্যমে নগরবাসী ঘরে বসে সেবা পাবেন।
মঙ্গলবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিসিক আয়োজিত ‘নগর ডিজিটাল সেন্টার শক্তিশালী ও টেকসইকরণ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড নূরুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত, রাজিক মিয়া, এ টু আইর পরিচালক পারভেজ হাসান ও সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান।
Leave a Reply