সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগরীর ছড়ারপার এলাকার সাবু মিয়ার স্ত্রী রুনু বেগম এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ছড়ারপার এলাকার তার এক নিকটাত্মীয়ের ৫টি টিনশেড বাসা দীর্ঘদিন ধরে তিনি ভাড়া প্রদানের মাধ্যমে ভোগদখল ও তত্ত্বাবধান করছেন; কিন্তু কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের নেতৃত্বে এলাকার একটি ভুমিখেকো চক্র এই সম্পত্তি আত্মসাতে মরিয়া হয়ে উঠেছে। তারা প্রথমে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় জায়গা সহ বাসাগুলো জোরপূর্বক দখল করার হুমকি দেয়। চাঁদা প্রদান না করায় গত ১৩ মে বাসা দখল করতেও আসে। এসময় বাধা দিলে তারা হামলা শুরু করে। এরপর থেকে কোতয়ালি থানায় মামলা দায়ের সহ নানাভাবে নির্যাতন ও লুটপাট চালিয়ে যাচ্ছে; কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নিচ্ছেনা।
Leave a Reply