সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের উদ্যোগে দু দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার দুপুরে তিনি মহানগরীর জিন্দাবাজারে রেডক্রিসেন্ট সোসাইটিতে কর্মসূচির উদ্বোধন করেন।
আজাদুর রহমান আজাদ জানান, করোনা পরিস্থিতিতে অপারেশন, থ্যালাসেমিয়া চিকিৎসা ও কিডনি ডায়ালাইসিস সহ বিভিন্ন প্রয়োজনে রক্তসংগ্রহ নিয়ে অনেকে বিপাকে পড়েছেন। তাই এ রক্তদান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির শেষদিন রবিবার সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় আবার রক্তদান কর্মসূচি শুরু হবে।
Leave a Reply