সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবিতে কৃষিবিদ দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি (৩০ মাঘ) কৃষিবিদ ইনস্টিটিউশন সিলেট জেলা শাখার উদ্যোগে সিকৃবি ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক হয়ে বঙ্গবন্ধু ম্যুরালে এসে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে সিলেটের কৃষিবিদরা শ্রদ্ধা জানান ।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা জামাল উদ্দিন ভূঞার পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও কৃষিবিদ ইনস্টিটিউশন সিলেট শাখার সভাপতি কৃষিবিদ মো সাজিদুল ইসলাম। আয়োজক সংগঠনের সহসাধারণ সম্পাদক ড সালাহ্ উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় উপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি, কৃষিবিদ ইনস্টিটিউশনের সদস্যবৃন্দ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য কৃষিবিদরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে কৃষিবিদদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতীয় জীবনে এদিনটি বিশেষভাবে স্মরণীয়। ১৯৭৩ সালের এই দিনে বঙ্গবন্ধু দেশের প্রধান পেশা কৃষির সঙ্গে সম্পৃক্ত কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দান করেন। আর বঙ্গবন্ধুকন্যার সরকার ২০১১ সাল থেকে এই দিনটিকে কৃষিবিদ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, বাংলাদেশ কিংবা বিদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কৃষি, পশু চিকিৎসা, পশু পালন, কৃষি অর্থনীতি, মৎস্য, কৃষি প্রকৌশল, কৃষি বনায়ন ইত্যাদি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারী পেশাজীবীরা কৃষিবিদ হিসেবে পরিচিত। কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণসহ নানামুখী উন্নয়ন কাজে নিয়োজিত থেকে দেশের খাদ্য নিরাপত্তা ও সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার সুবাদে কৃষিবিদগণ মর্যাদাবান পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply