ভেটেরিনারি ইন্টার্ন ডাক্তারদের বেতন-ভাতা ১৬ হাজার টাকায় উন্নীত করার দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ক্যাম্পাসে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ১৯তম ব্যাচের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
কাদের চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে দাবি তুলে ধরেন ১৯তম ব্যাচের শ্রেণি প্রতিনিধি মুস্তাসিম ফেমাস ও অনুপ চৌধুরী। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড মাহবুব-ই-এলাহী।
অন্যান্য বক্তা বলেন, একাডেমিক চার বছর পড়াশোনার পর এক বছর শিক্ষানবিশ ডাক্তার হিসেবে সারাদেশে প্রাণিসম্পদের উন্নয়নে সেবা দেন সিকৃবির ডিভিএম গ্রাজুয়েটরা। ১৫-২০ দিন করে ১৪-১৫টি এলাকায় তাদের পাঠানো হয়। ১৯৯৫ সালে ৫ হাজার টাকা বেতন-ভাতা ছিল যথেষ্ট; কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাসস্থান ও খাবার সহ যাতায়াত খরচের সংস্থান এই সামান্য অর্থ দিয়ে সম্ভব নয়।
Leave a Reply