বিশেষ প্রতিবেদক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির আব্দুস সামাদ আজাদ হলের একটি কক্ষ থেকে এক শিক্ষার্থীর মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে।
এই শিক্ষার্থী জানান, গত ২৩ মে বিকেল সাড়ে ৪টায় তিনি তার স্যামসাং এস টোয়েন্টিথ্রি আল্ট্রা মোবাইল ফোনটি চার্জে রেখে বালিশ চাপা দিয়ে গোসলে যান; কিন্তু আধাঘণ্টা পরে এসে দেখেন, মোবাইল ফোনটি নেই। তখন অন্যদের নিয়ে হলের নিচে নেমে দেখেন, গার্ড গেইটের কাছে নেই। পরবর্তী সময়ে প্রক্টর কার্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখে বহিরাগত এক ছেলেকে শনাক্ত করা হয়, যার সঙ্গে হলের প্রধান বাবুর্চি মো ইব্রাহিমকে কথা বলতে দেখা যায়; কিন্তু তিনি জানান, ছেলেটিকে তিনি চেনেন না। তবে সাইকেল নিয়ে বের হওয়ার সময় একটি ছেলের সঙ্গে তর কথাবার্তা হয়।
যার মোবাইল ফোন চুরি হয়েছে সেই শিক্ষার্খী আরও জানান, সেদিন সকালে মো ইব্রাহিমকে তিনি তার কামরার চারদিকে পর্যবেক্ষণ করতে দেখেছেন।
এছাড়া এর আগে মো ইব্রাহিমের বিরুদ্ধে হলের ডাইনিংয়ের ফ্রিজ থেকে মাছ চুরির অভিযোগ প্রমাণিত হয়েছিল, যদিও সিকৃবি প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
হলের গার্ড সিরাজুল ইসলাম জানান, তিনি ওয়াশরুমে ছিলেন।
সিকৃবি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে সাংগঠনিক তদন্ত চলছে।
আব্দুস সামাদ আজাদ হলের প্রভোস্ট ড মির মো ইকবাল হোসেনও জানান, পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এ দিকে প্রক্টরের সহযোগিতায় শিক্ষার্থী শাহপরান থানায় জিডি করেছেন।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর হযরত শাহ পরাণ হলের ৫২৪ নম্বর কামরা থেকে কৃষি প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদের ১১তম ব্যাচের শিক্ষার্থী স্বনন সম্যক ধরের একটি ল্যাপটপ (এসার এসপায়ার ত্রিএ মডেল) চুরি হয়।
এসব চুরির ঘটনায় শিক্ষার্থীদেরে মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
Leave a Reply