নিজস্ব প্রতিবেদক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম আব্বাসকে বাসচাপা দিয়ে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে রবিবার দিনভর মহানগরীর বিভিন্ন এলাকা উত্তাল ছিল।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওয়াসিম আব্বাসকে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুরে উদার পরিবহণের বাস থেকে ফেলে দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটির চালক ও তার সহকারী পালিয়ে যায়। তবে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যেই দু জনকে গ্রেফতার করে।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতেই দক্ষিণ সুরমায় গিয়ে বিক্ষোভ করেন। পরদিন সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন ক্যাম্পাস থেকে। দুপুর ১২টার দিকে অবস্থান নেন মহানগরীর চৌহাট্টা এলাকায়। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণ সুরমায়ও সড়ক অবরোধ করা হয়। এছাড়াও বিকেলে চৌহাট্টায় অবরোধ কর্মসূচি পালন করা হয়।
Leave a Reply