নিজস্ব প্রতিবেদক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। শেষ হয় সকাল সাড়ে ১১টায়। ছয়টি অনুষদের ভর্তি পরীক্ষা একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
ভর্তি পরীক্ষা সিকৃবির ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মহানগরীর ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ বছর ৪২৫টি আসনের বিপরীতে ১১ হাজার ৪৩০ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেন। আবেদনকারীর প্রায় ৮০ শতাংশ পরীক্ষায় অংশ নেন।
উপাচার্য অধ্যাপক ড মো গোলাম শাহী আলম, ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও বিভিন্ন অনুষদের ডিন সহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
ভর্তি পরীক্ষার ফলাফল শনিবার প্রকাশিত হতে পারে বলে সিকৃবির রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব জানিয়েছেন।
Leave a Reply