বিশেষ প্রতিবেদক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচনে আওয়ামীপন্থীদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ-গশিপ সমর্থিত প্রার্থী অধ্যাপক ড মো আবু সাঈদ ও বিএনপি সমর্থিত সাদা দলের প্রার্থী অধ্যাপক ড কাজী মেহেতাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শনিবার, ২৫ মে (১১ জ্যৈষ্ঠ) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সম্মেলন কক্ষে ৪৬তম একাডেমিক কাউন্সিলের সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয় ।
নির্বাচনে পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড কাজী মেহেতাজুল ইসলাম সর্বোচ্চ ৬৫ ভোট এবং ফিশারিজ টেকনোলজি ও কোয়ালিটি কন্ট্রোল বিভাগের প্রফেসর ড মো আবু সাঈদ ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচিত হয়ে অধ্যাপক ড মো আবু সাঈদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বিশ্ববিদ্যালয়ের কল্যাণে শিক্ষকদের সঙ্গে নিয়ে সর্বদা কাজ করে যাবো। এজন্য শিক্ষক-শিক্ষার্থীদের কাছে সহযোগিতা প্রত্যাশা করি ।
অন্যদিকে অধ্যাপক ড কাজী মেহেতাজুল ইসলাম সর্বোচ্চ ভোটে তাকে নির্বাচিত করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
একাডেমিক কাউন্সিলের সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মো জামাল উদ্দিন ভূঞার সভাপতিত্বে ও সদস্য সচিব রেজিস্ট্রার মো বদরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, একাডেমিক বিভাগের চেয়ারম্যান, শাবিপ্রবির স্যোশাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড মো আব্দুল গণি, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা শিশির রঞ্জন চক্রবর্ত্তী ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড মো রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক।
Leave a Reply