সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির কর্মকর্তা পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন।
বুধবার সকালে সিকৃবির কেন্দ্রীয় শহীদমিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে সিকৃবির রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, নবনির্বাচিত নেতৃবৃন্দকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডেপুটি রেজিস্ট্রার সুহেল আহমদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি কৃষিবিদ মো সাজিদুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক আনিসুর রহমান, গ্রন্থাগারিক সুবীর পাল, শারীরিক শিক্ষা শাখার পরিচালক ছানোয়ার হোসেন মিয়া, অতিরিক্ত রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার, ডেপুটি রেজিস্ট্রার একেএম ফজলুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply