NATIONAL
At least five people died after a train rammed a microbus carrying passengers in Munshibazar under Faridpur district
সংবাদ সংক্ষেপ
নবীগঞ্জের সালামতপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ জন মৌলভীবাজারে শাহ মোস্তফার (র) ওরসে ভক্ত-আশিকানদের ঢল || শেষ হবে আখেরি মোনাজাতে ডিবির অভিযানে অনলাইন তীর শিলং জুয়া খেলার সামগ্রীসহ ২ জন গ্রেফতার পৌষ সংক্রান্তি উপলক্ষে নবীগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই সোসাইটির সভাপতি মাহফুজ সম্পাদক জয়নাল হাকিম ফাউন্ডেশন ইউএসএর প্রকাশনা `কোমল স্নেহের পরশ’ গ্রন্থের মোড়ক উম্মোচন গবেষকদের উদ্বুদ্ধ করতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্মাননা পদক বিতরণ সুনামগঞ্জে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে ক্যাম্পেইন হবিগঞ্জ এসেডের উদ্যোগে শিক্ষা বাজেট বিষয়ক মতবিনিময় সভা হত্যা মামলার প্রধান আসামি ও স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনাকারী স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাব জুড়ীর কলাবাড়ী বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ভারতের সঙ্গে বৈষম্যমূলক চুক্তি করেছিলেন : সারজিস আলম বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য নায়কদের গ্রেফতার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অসহায় ও হতদরিদ্রদেরকে অর্থ সহায়তা দিয়েছে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি বিশ্বায়নের যুগে সন্তানদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে : স্পীকার খালেদ ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে গতিশীল করতে গুরুত্ব আরোপ উপদেষ্টা শারমীন মুরশিদের

সিকৃবিতে স্মার্ট বাংলাদেশ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • শনিবার, ১১ মে, ২০২৪

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবিতে স্মার্ট বাংলাদেশ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিকৃবির ইনোভেশন ও ই-গভর্ন্যান্স কমিটির সহযোগিতায় ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল-আইকিউএসির উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানিয়েছে।
শনিবার, ১১ মে (২৮ বৈশাখ) দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উদ্বোধন করেন সিকৃবির উপাচার্য প্রফেসর ডা মো জামাল উদ্দিন ভূঞা৷
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড মো সাজ্জাদ হোসেন৷
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো অগ্রণী ভূমিকা পালন করতে পারে। শিক্ষক ও গবেষকরা উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দেশের চেহারাই বদলে দিতে পারেন৷
সিকৃবির আইকিউএসির পরিচালক (ভারপ্রাপ্ত), ইনোভেশন ও ই-গভর্ন্যান্স কমিটির সভাপতি প্রফেসর ডা মো রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ইনোভেশন ও ই-গভর্ন্যান্স কমিটির ফোকাল পয়েন্ট খলিলুর রহমান ফয়সালের সঞ্চালনায় কর্মশালার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন ইউজিসির রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন বিভাগের অতিরিক্ত পরিচালক, ইউজিসির ইনোভেশন ও ই-গভর্ন্যান্স কমিটির সদস্য মো শাহীন সিরাজ৷ এছাড়া তিনি রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণও দেন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে আরও আলোচনা করেন ইউজিসির ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট উপপরিচালক দ্বিজেন্দ্র চন্দ্র দাস ও ইউজিসির বিকল্প ফোকাল পয়েন্ট, জ্যেষ্ঠ সহকারী সচিব প্রবীর চন্দ্র দাস৷
সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা মো জামাল উদ্দিন ভূঞা বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হবে স্মার্ট বিশ্ববিদ্যালয়। যারা বিশ্ববিদ্যালয় থেকে সেবা গ্রহণ করছেন, তারা যাতে সবসময় সন্তুষ্ট থাকেন সে জন্য বিভিন্ন বিভাগে ও দপ্তরে সেবা সহজিকরণের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে৷
পাশাপাশি তিনি কম সময়ে ও কম খরচে কাজ সম্পন্ন করার এবং নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের তাগিদ দেন।
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী পরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নের লক্ষ্যে সিকৃবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগসমূহের চেয়ারম্যান, দপ্তর প্রধানগণ, পরিচালকবৃন্দ, হল প্রভোস্টগণ এবং ফোকাল পয়েন্টবৃন্দসহ ৯২ জন কর্মশালায় অংশগ্রহণ করেন। সূত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest