সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানববন্ধনের আয়োজন করে। এতে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রস্তাবিত অভিন্ন নীতিমালাকে প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়।
সিকৃবির বঙ্গবন্ধু চত্বর থেকে বৈশাখী চত্বর পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ নূর হোসেন মিঞা, সাধারণ সম্পাদক অধ্যাপক ড জীতেন্দ্রনাথ অধিকারী, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড মিঠু চৌধুরী, অধ্যাপক ড আব্দুল বাসেত, অধ্যাপক ড মৃত্যুঞ্জয় কুণ্ড ও অধ্যাপক ড এ এফ এম সাইফুল ইসলাম।
Leave a Reply