বিশেষ প্রতিবেদক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবিতে লাগাতার বিদ্যুৎ বিভ্রাটে ক্যাম্পাস জীবন অসহনীয় হয়ে উঠেছে।
বেশ কয়েক দিন ধরে নিয়মিত ভাবেই চলছে এই বিদ্যুৎ বিভ্রাট। প্রায় প্রতিদিন সন্ধ্যার পর থেকেই কয়েক ঘন্টা সিকৃবি ক্যাম্পাসে বিদ্যুৎ থাকছে না। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। তবে সবচেয়ে বেশি যন্ত্রণায় ভুগছেন শিক্ষার্থীরা। বিভিন্ন অনুষদের সেমিস্টার ফাইনাল ও ক্লাস পরীক্ষা চলাকালে এই পরিস্থিতি শিক্ষার্থীদেরকে মারাত্মক বিপাকে ফেলেছে।
শিক্ষার্থীরা জানান, বিদ্যুতবিহীন অবস্থায় দিনের বেলা বড় সমস্যা না হলেও রাতে পড়ালেখার মারাত্মক ব্যাঘাত ঘটছে। মোমবাতি জ্বালিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে প্রতিদিন; কিন্তু কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছেনা।
সিকৃবির বিদ্যুৎ শাখা সূত্রে জানা গেছে, পুরো সিলেটেই কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট বেড়ে গেছে। এরই প্রভাব পড়েছে ক্যাম্পাসে। তবে খুব শিগগির সমস্যার সমাধান হয়ে যাবে।
Leave a Reply