স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহ জাগানোর লক্ষ্যে মঙ্গলবার পর্দা উঠছে ‘সিলেট চলচ্চিত্র উৎসব ২০১৭’ এর। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে ১৪ মার্চ থেকে ১৬ মার্চ ৩ দিনব্যাপী এই উৎসবের প্রথম আসর চলবে।
গত একমাসে ৬৬টি দেশের ২০৫৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে আয়োজকদের কাছে। এর মধ্যে বাছাইকৃত ৭০টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।
উৎসবের বিচারকার্য করছেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, মুক্তাদির ইবনে সালাম ও ইশতিয়াক জিকো। উপদেষ্টা হিসেবে আছেন ভারতের চলচ্চিত্রবোদ্ধা প্রেমেন্দ্র মজুমদার।
বিকেল ৩টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তন প্রাঙ্গণে চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড মো গোলাম শাহী আলম। বিকেল ৫টায় প্রদর্শিত হবে উদ্বোধনী চলচ্চিত্র মোরশেদুল ইসলামের ‘অনীল বাগচির একদিন’।
সিলেট চলচ্চিত্র উৎসবকে স্বাগত জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ড মুহম্মদ জাফর ইকবাল, চলচ্চিত্র লেখক আনিসুল হক, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, মোস্তফা সরয়ার ফারুকী, আবু শাহেদ ইমন, আশরাফ শিশির, শামীম আখতার ও শুভাশীষ রায়।
সিলেট সহ দেশের চলচ্চিত্রপ্রেমিদের উৎসবে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
Leave a Reply