সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদপূর্তিতে পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড মোহাম্মদ মেহেদী হাসান খানকে সাময়িকভাবে নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ড মোহাম্মদ মেহেদী হাসান খান সোমবার দুপুরে উপাচার্যের এই অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর তাকে সিকৃবি প্রশাসন ও উপাচার্য সচিবালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো বদরুল ইসলাম শোয়েব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড মো মোস্তফা সামছুজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যাক্ষ ও উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড বিশ্বজিৎ দেবনাথ, সহকারী প্রক্টর ও কীটতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক জাহেদ আহমদ, উপাচার্যের একান্ত সচিব ও ডেপুটি রেজিস্ট্রার ডা ফখর উদ্দিন, সহকারী রেজিস্ট্রার মো আতিকুল ইসলাম ও খন্দকার জাকির হোসেন।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড মোহাম্মদ মেহেদী হাসান খান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো মাহমুদুল আলম স্বাক্ষরিত পত্রে অধ্যাপক ড মোহাম্মদ মেহেদী হাসান খানকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড মো মতিয়ার রহমান হাওলাদারের মেয়াদকাল ২৭ সেপ্টেম্বর পূর্ণ হয়েছে।
পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অধ্যাপক ড মোহাম্মদ মেহেদী হাসান খান এ দায়িত্বে থাকবেন।
অধ্যাপক ড মোহাম্মদ মেহেদী হাসান খান বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি আগেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছি। আমার জন্য এটি নতুন দায়িত্ব। এছাড়াও প্রশাসনিক ও আর্থিক প্রয়োজনে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সৎভাবে পালনের চেষ্টা করে যাবো।’-সংবাদদাতা
Leave a Reply