সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের অন্তর্গত সিকন্দরপুর হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম উপদেষ্টা আমেরিকা প্রবাসী মো ফখর উদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার বিকালে সংগঠনের স্থায়ী কার্যালয় হাজারী বাড়িতে অনুষ্ঠিত হয়।
হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মো খলিল উদ্দিনের সভাপতিত্বে ও কয়েছ আহমদের পরিচালনায় সংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার আখলাকুল মৌলা বাহার, আব্দুস ছত্তার লয়লু, আল মাহমুদ বিলাল, মিফতাউজ্জামান, সাকী হাজারী, মস্তাক আহমদ, আহবাব হোসেন বাচ্চু, জসীম উদ্দিন, হাসান হাজারী, রুহুল আমীন, বদর উদ্দিন ও ছালিম আহমদ। পবিত্র কোরাআন তেলাওয়াত করেন, হাফিজ তৌফিকুজ্জামান জামি।
Leave a Reply