ঢাকা হতে ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ ও স্থানান্তরের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন, জীবিকায়ন ও আয় বৃদ্ধিমূলক কর্মসূচি পরিচালনার লক্ষ্যে কন্সট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট (সিএসসি)-বাংলাদেশ সেনাবাহিনী ও বেসরকারি সংস্থা ডরপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবিবার সকালে ঢাকা সেনানিবাসে, বাংলাদেশ সেনাবাহিনীর সিএসসির পক্ষে ভূমি অধিগ্রহণ ইনচার্জ কর্নেল নূর-ই-আলম মো যোবায়ের সারোয়ার এবং ডরপের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম নোমান চুক্তিতে স্বাক্ষর করেন।
ঢাকা হতে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত প্রথম ধাপে প্রকল্পে ৮২.৩৫ কিলোমিটার রেলপথে ৩৫৪৮টি পরিবার রয়েছে। প্রকল্পটিতে ৩৫৮.৪১ হেক্টর জমি অধিগ্রহণ করা হবে। ২০২১ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। চুক্তি অনুযায়ী ডরপ প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্তদের আর্থ-সামাজিক অবস্থা জরিপ সহ জেলা প্রশাসন প্রদত্ত নগদ ক্ষতিপূরণ প্রাপ্তিতে সহায়তা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং দুস্থ ও দরিদ্রদের জীবিকায়ন পুনস্থাপন প্রশিক্ষণ সহায়তা প্রদান করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেজর জেনারেল আবু সাঈদ মো মাসুদ, ব্রিগেডিয়ার জেনারেল মো আব্দুল মুকিম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো ফজলুল কাদের ও ব্রিগেডিয়ার জেনারেল মো আবুল কালাম আজাদ সহ অন্যান্য উর্দ্ধতন সামরিক কর্মকর্তা, ডরপের চেয়ারম্যান সাবেক অতিরিক্ত সচিব মো আজহার আলী তালুকদার, পরিচালক-প্রোগ্রাম সুলতান মাহমুদ, পরিচালক-অর্থ ও প্রশাসন মো হায়দার আলী খান, পরিচালক-গবেষণা ও মূল্যায়ন মোহাম্মদ যোবায়ের হাসান, প্রকল্পের টিমলিডার মো আফতাব উল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকল্পটি বাস্তবায়িত হলে পদ্মা সেতুতে ট্রেন যোগাযোগ স্থাপনের পাশাপাশি দক্ষিণাঞ্চল তথা দেশের সার্বিক আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে।
Leave a Reply