সেন্টার ফর ইমপ্রুভমেন্ট অব প্রেস-সিআইপি এবার প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় সাংবাদিকতা করতে আগ্রহীদের জন্যে প্রশিক্ষণের আয়োজন করেছে।
আগামী ডিসেম্বরের প্রথমদিকে এই প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণ দেয়া হবে প্রতি শুক্রবার ও শনিবার (মোট ছয়দিন) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিকরা প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেককে সনদপত্র দেয়া হবে।
প্রশিক্ষণ নিতে আগ্রহীদেরকে ৩০ নভেম্বরের মধ্যে সিলেট মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে ওয়েস্টওয়ার্ল্ড শপিং সিটির নবমতলায় সিলটিভি কার্যালয়ে বা ০১৯৩১৫৫৮৬৬৯/ ০১৭১১৩৩৫২৫০ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply