সিলেটের গোয়াইনঘাট উপজেলার রানীরঘাট এলাকায় অভিযান চালিয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির একটি টহলদল ১৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি ও লেহেঙ্গা আটক করেছে।
সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক জানান, চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ১ এপ্রিল রাত পৌণে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পিয়াইন নদীর পাড়ে রানীরঘাট নামক স্থানে বিজিবি একটি বিশেষ টহল পরিচালনা করে।
এ সময় বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা নিয়ে চোরাকারবারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবির উপস্থিতি টের পেয়ে উল্লেখিত মালামাল রেখে পলায়ন করে।
পরে বিজিবি এসব মালামাল উদ্ধার করে। তথ্য বিবরণী
Leave a Reply