নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
এসএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার ভোর অনুমান ৫টায় বিমানবন্দর থানাধীন সাহেবের বাজার এলাকার সাতগাছি হাওরে বিরোধীয় জমিতে ফসল কাটাকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে। এতে নিজাম উদ্দিন (৪৫) নামের একজন প্রাণ হারায়। তার পিতার নাম বশির উদ্দিন (মৃত), বাড়ি সদর উপজেলার ঘোড়ামারা, বাজারতল।
খবর পেয়ে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো জসিম উদ্দিন সহ রাত্রিকালীন সিয়েরা-৩১, ৩৩ ও ৩৪ এর অফিসার সহ ফোর্সগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করেছে।
Leave a Reply