সুনামগঞ্জ প্রতিনিধি : তথ্য সচিব মরতুজা আহমদ বলেছেন, একাত্তরে সালেহ চৌধুরী ইচ্ছে করলে আরাম-আয়েশে দিন কাটাতে পারতেন; কিন্তু দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই প্রখ্যাত এই সাংবাদিক জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে জীবনবাজি রাখেন।
সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক সালেহ চৌধুরীর প্রয়াণে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শনিবার দুপরে জেলা শিল্পকলা একাডেমির আব্দুল হাই মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
তথ্য সচিব মরতুজা আহমেদ বলেন, সালেহ চৌধুরী ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। মুক্তবুদ্ধির ধারক। প্রগতিশীল। অনেকগুণের অধিকারী। একজন মানুষের মাঝে এতগুলো গুণের সমন্বয় খুব একটা দেখা যায়না।
সালেহ চৌধুরীর স্মৃতি সংরক্ষণে যেকোন উদ্যোগে তিনি সহযোগিতার আশ্বাস দেন।
শোকসভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, প্রবীণ সাংবাদিক-আইনজীবী হোসেন তৌফিক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হুমায়ূন মঞ্জুর চৌধুরী, মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও আবু সুফিয়ান, সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ ও অ্যাডভোকেট শহিদুজ্জামান চৌধুরী।
সভাপতিত্ব করেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর।
Leave a Reply