গোয়াইনঘাট প্রতিনিধি : সালুটিকর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল খালিক চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সালুটিকর ডিগ্রি কলেজের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
এ উপলক্ষে কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ শাকির উদ্দিন। বাংলা বিভাগের প্রভাষক সেলিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল। বিশেষ অতিথি ছিলেন প্রভাষক আজমল হোসেন রায়হান, হালিমুর রহমান, কলেজের দাতা সদস্য ইঞ্জিনিয়ার মনির উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ও গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুরুজ আলী, রবু মিয়া, ফারুক আহমদ, সাবেক ছাত্র মোস্তাফিজুর রহমান এমাদ, ছাদিক মিয়া প্রমুখ।
মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ নজমুল ইসলাম।
Leave a Reply