লন্ডন প্রতিনিধি : জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে ২১ বছর আগে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তার মা নীলা চৌধুরী অভিযোগ করেছেন।
মঙ্গলবার বিকেলে লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তিনি এ হত্যাকেণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে নীলা চৌধুরীর দুই ভাই বুলবুল এবং জগলুল হায়াতও উপস্থিত ছিলেন।
অতিসম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান হত্যা মামলার দ্বিতীয় সাক্ষী রুবির ভিডিও স্বীকারোক্তির উল্লেখ করে নীলা চৌধুরী বলেন, ‘প্রথমদিন থেকেই আমি বলে আসছি, এটি আত্মহত্যা নয়, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে; কিন্তু বারবার আমাকে থামিয়ে দেয়ার অপচেষ্টা চালানো হয়। শুধু তাই নয়, ছেলে হত্যার বিচার চেয়েছি বলে মেরে ফেলার চেষ্টাও করা হয়েছে।’
সালমান শাহ হত্যা মামলা আমলে নিয়ে অবিলম্বে বিচার শুরু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে আকুতি জানিয়ে নীলা চৌধুরী বলেন, ‘একমাত্র আপনিই পারেন আমার ছেলে হত্যার বিচার আদায় করিয়ে দিতে।’
তিনি আমেরিকা প্রবাসী রুবিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আদালতের মাধ্যমে স্বাক্ষ্য গ্রহণের অনুরোধও জানান।
Leave a Reply