প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, সার চাওয়ার কারণে বিএনপি-জামায়াত সরকার কৃষকদের গুলি করে হত্যা করেছিল আর আওয়ামী লীগ সরকার কৃষকদের বিনামূল্যে সার ও বীজসহ কৃষি উপকরণ দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে দেশের মানুষকে ফুলকপি, আর আলু খেতে বলতো আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসসম্পূর্ণ করেছে। মানুষ এখন তিন বেলা পেট ভরে খেতে পারে। এটা সহ্য করতে পারে না বলে দেশবিরোধীরা সবসময় মিথ্যাচার করে বেড়ায়।
প্রতিমন্ত্রী শুক্রবার, ৫ জুলাই (২১ আষাঢ়) বিকেলে ওসমানীনগর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও নারকেল গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা হৃদয় চন্দ্র ঘোষের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক রবিন পাল, কৃষি কর্মকর্তা সায়মা নাজনীন, সাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি সাহেদ আহমদ মুছা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক লিলিউর রহমান পংকি প্রমুখ।
সরকারের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ২০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে আমন ধানের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার এবং ১৬০ জন কৃষকের মধ্যে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply