নিজস্ব প্রতিবেদক : সারা দেশে বাঙালি হিন্দু সমাজের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে।
শুক্রবার, ২০ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়।
এবার সিলেট মহানগরীতে ৭৬টি সর্বজনীন পূজামণ্ডপসহ পুরো জেলায় প্রায় ৬০০ পূজামণ্ডপে দুর্গাপূজা হচ্ছে।
অনেকে পারিবারিকভাবেও দুর্গাপূজার আয়োজন করেছেন।
দুর্গাপূজাকে উপলক্ষ করে উৎসবে মেতেছে দেশ। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে বয়ে যাচ্ছে অনন্দবন্যা। পূজামণ্ডপে প্রচণ্ড ভীড়। পূজারীরা দারুণ ব্যস্ততায় সময় পার করছেন।
পরিবেশ এবার অন্যরকম। কারণ সরকারি সিদ্ধান্ত অনুসারে প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। নিরাপত্তা ব্যবস্থা কঠোর। এছাড়া বিরক্তিকর ধুম-ধারাক্কা গান-বাজনাওে নেই। ফলে স্বস্তিকর পরিবেশে দুর্গাপূজার সকল কর্মসূচি অর্থাৎ পূজা-অর্চনা সম্পন্ন হচ্ছে।
Leave a Reply