নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে ষষ্ঠীপূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এই দুর্গাপূজাকে কেন্দ্র করে সিলেট সহ সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সিলেট জেলায় এবারের মোট পূজামণ্ডপ ৫৭৬টি। এর মধ্যে ৬০টি পারিবারিক। দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পূজামণ্ডপগুলোতে নেয়া তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থায় সনাতন ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেছেন।
Leave a Reply