নিজস্ব প্রতিবেদক : সারা দেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এ বছর সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৩৯ শতাংশ। গতবছর এ হার ছিলো ৯৩ দশমিক ৫৯ শতাংশ। অর্থাৎ এবার কিছুটা কমেছে; কিন্তু বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা। এ সংখ্যা দ্বিগুণের বেশি। গতবছর যেখানে ৪ হাজার ৯৫৬ জন জিপিএ-৫ পেয়েছিল সেখানে এবার ১০ হাজার ২৫৫ জন জিপিএ-৫ পেয়েছে।
সিলেট বোর্ডের অধীনে এবার পরীক্ষায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ১ লাখ ৩০ হাজার ৭০৩ জন অংশ নেয়। এর মধ্যে ১ লাখ ২২ হাজার ৩৪ জন পাস করেছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী ১ হাজার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে ২৪৪টি। কেউ পাস করেনি এমন বিদ্যালয় নেই।
প্রাথমিক সমাপনী-পিএসসি পরীক্ষায় সিলেট জেলায় পাশের হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।
এবার ৭৬ হাজার ৪৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭৪ হাজার ৭৮৫ জন। এর মধ্যে ৩ হাজার ৩৫৫ জন জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে, ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় সিলেট জেলায় পাসের হার ৯৪ দশমিক ৩৬ শতাংশ। এবছর ৬ হাজার ৫২১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ১৫৩ জন। এদের মধ্যে ১৪৯ জন জিপিএ-৫ পেয়েছে।
ফলাফল প্রকাশের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা আনন্দে মেতে উঠেন।
Leave a Reply