বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সারাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ সব কিছুর দাম বাড়লেও আওয়ামী লীগের দাম কমেছে-বাড়েনি।
তিনি আরও বলেছেন, পররাষ্ট্র মন্ত্রীর অনুরোধে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সেলফি তুলে শেখ হাসিনা সবকিছু পরিষ্কার করেছেন বলে আত্মতৃপ্তিতে ভুগছেন। তবে পরিষ্কার হয়েছে দেশের ব্যাংকিং সেক্টর। ব্যাংকে কোন টাকা নেই। মানুষ মেরে দেশ পরিষ্কার করছেন। মানুষের ভোটাধিকার হরণ করে পরিষ্কার করা হচ্ছে।
গয়েশ্বর রায়ের মতে, শেখ হাসিনা বিনা দাওয়াতে বিদেশ ঘুরছেন। উদ্দেশ্য, ক্ষমতা থেকে নামার পর কোন দেশে গিয়ে আশ্রয় নিবেন। বিভিন্ন দেশে ভিসার জন্য তদবির করছেন।
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর বিকেলে বিএনপির সিলেট অভিমুখী রোড মার্চের অংশ হিসেবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক পথসভায় তিনি বক্তব্য দিচ্ছিলেন।
হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, এনামুল হক সেলিম ও মিজানুর রহমান চৌধুরী।
বিকেল সোয়া ৩টার দিকে রোড মার্চের গাড়িবহর শায়েস্তাগঞ্জে পৌঁছে।
Leave a Reply