NEWSHEAD

সারাদেশে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল আজহা উদযাপিত

Published: 22. Aug. 2018 | Wednesday

নিজস্ব প্রতিবেদক :যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ উদযাপিত হচ্ছে।
সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় বুধবার সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগা ময়দানে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা প্রশাসক নুমেরী জামান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ সহ লাখো মুসল্লি এখানে নামাজ আদায় করেন।
এছাড়া হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা, হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির দরগা ও শাহ মদনী ঈদগা সহ বিভিন্ন ঈদগা ও মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়েছে।
ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
ঈদের জামাত থেকে ফিরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে যার সাধ্যমতো পশু কোরবানি দেন।

Share Button
April 2020
M T W T F S S
« Mar    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

দেশবাংলা