নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ কোয়ারি সংলগ্ন শারপিন টিলা এলাকার মাটিয়া টিলায় পাথরের নতুন গর্ত ধসে শ্রমিকের মৃত্যু খবর নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত দুই জনের নাম পাওয়া গেছে, যারা মারা গেছেন বলে দাবি উঠেছে; কিন্তু পুলিশ বলছে, ঘটনাস্থলে কোন লাশ পাওয়া যায়নি।
সোমবার সকাল ৭টার দিকে অত্যন্ত দুর্গম এলাকায় এ গর্ত ধসের ঘটনা ঘটে। এর প্রায় ৪ ঘণ্টা পর সিলেটে সাংবাদিকদের কাছে ফোন আসে ৬ জন পাথর শ্রমিক মারা গেছে বলে; কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা জানান, মারা গেছে ২ জন। অন্যদিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুম বিল্লাহ জানান, ১ জনের মৃত্যু হয়েছে। ফলে গণমাধ্যমের কোনটিতে ২ জন আবার কোনটিতে ১ জনের মৃত্যুর খবর প্রচারিত-প্রকাশিত হয়।
বিকেল ৩টার দিকে পুলিশ কর্তৃপক্ষ জানান, আল হাদি ও আব্দুল কাদির নামের ২ জন পাথর শ্রমিক গর্ত ধসের পর থেকে নিখোঁজ রয়েছেন। তারা মারা গেছনে বলে এলাকাবাসী দাবি করলেও পুলিশ তাদের বা অন্য কারো মরদেহ পায়নি।
এ দুই পাথর শ্রমিকের বাড়ি নেত্রকোনায় বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে একই সময়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রফিক মিয়া নামের এক আহত শ্রমিকের সন্ধান পাওয়া যায়। তিনি জানান, ৫/৬ জন মারা গেছেন বলে শুনেছেন।
তবে মধ্যরাত পর্যন্ত রহস্য ভেদ হয়নি। নিশ্চিত হওয়া যায়নি আসলে কোন পাথর শ্রমিক মারা গেছেন কি না। আবার মারা যাননি সে ব্যাপারেও কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
Leave a Reply