রামকৃষ্ণ মিশন সিলেটে শ্রীমা সারদা দেবীর ১৬৫তম আবির্ভাব তিথি উৎসব উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টায় আশ্রমের প্রেমেশানন্দ হলে ‘জননী সারদা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিভাবতী ধর। প্রধান অতিথি ছিলেন শিক্ষক সুজাতা দে। স্বাগত বক্তব্য রাখেন আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক বীথিকা দত্ত, শিক্ষক শীলা চৌধুরী, শিক্ষক শাশ্বতী পাল সোমা ও অমিতা বর্দ্ধন।
উৎসব উপলক্ষে সকালে মঙ্গলারতি ও স্তোত্রপাঠ, শ্রীশ্রীচন্ডী পাঠ, সমবেত গীতা পাঠ, শ্রীশ্রী মায়ের প্রতিকৃতি সহ শোভাযাত্রা ও বিশেষ পূজা, হোম ও পরে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
পরে সংগীত পরিবেশন করেন প্রণতি ভট্টাচার্য্য, জলি দে, মুন্না দত্ত, প্রিয়াংকা রায়, সুস্মিতা বৈদ্য প্রমুখ।
Leave a Reply