নিজস্ব প্রতিবেদক : সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক সৎ, নির্লোভ ও নিরহংকারী রাজনীতিবিদ ধীরেন সিংহ মারা গেছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় এই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনাবসান হয়। তার বয়স হয়েছিল ৭০ বছর। অনেকদিন ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কমরেড ধীরেন সিংহের মৃত্যুতে সিলেটের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটকালীন সময়ে তার ন্যায় একজন বিচক্ষণ, দৃঢ়প্রতিজ্ঞ, আদর্শবান ও জনবান্ধব নেতার মৃত্যুতে দেশ ও জাতি বিশেষ করে সিলেটবাসীর এক অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।
শোকবার্তায় নেতৃবৃন্দ কমরেড ধীরেন সিংহের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply