সিলেটের জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত; কিন্তু হিংস্র উগ্র একটি গোষ্ঠী দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হয়ে সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে। এ ধরনের হামলা কোন সভ্য মানুষ করতে পারেনা। এই সব কুচক্রীর মুখোশ উন্মেচন করতে হবে। সম্প্রীতি বজায় রাখতে সোচ্চার ভূমিকা পালন করতে হবে আলেম-উলামাদের। জুম্মার খুতবায় ও অন্য সময়ে নিজ নিজ এলাকার মুসল্লিদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐহিত্য বজায় রাখতে উদ্বুদ্ধ করতে হবে। প্রয়োজনে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাবেন।
রবিবার ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার লক্ষ্যে আয়োজিত ইমাম, খতিব ও গণশিক্ষার শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ও সহকারী পুলিশ সুপার নূরুল আফসার খান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। ফিল্ড অফিসার আব্দুল বাকী ও ফিল্ড সুপার ভাইজার ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় পবিত্র কালামে পাক থেকে তেলাওত করেন ক্বারী মাওলানা শফিকুর রহমান। আরো বক্তব্যে রাখেন প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি সিলেটের সভাপতি মাওলানা নূরুল আমীন।
সভাপতির বক্তব্যে ফরিদ উদ্দিন আহমেদ নিজ নিজ এলাকায় ইমামবৃন্দকে আরো সচেতন হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে সে দিকে লক্ষ্য রেখে কাজ করে যাওয়ার আহবান জানান।
একই দিন সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলায় পৃথক পৃথক ভাবে এ ধরনের আলোচনা সভার আয়োজন করা হয়।
Leave a Reply