সিপিবি-বাসদ জোট মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বাম-প্রগতিশীল শক্তির নেতৃতে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় দেশব্যাপী সিপিবি-বাসদের সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবসের কর্মসূচির অংশ হিসেবে সিপিবি-বাসদ জেলা শাখা আয়োজিত সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়।
সিলেট কেন্দ্রীয় শহীদমিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এই সমাবেশে মিলিত হয়।
সিপিবি জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলা সদস্য খায়রুল হাসান, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ সুমন, সিপিবি জেলা সদস্য গোলাম রাব্বী চৌধুরী ওয়াফী, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি সপ্তর্ষী দাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ্র প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে। গোবিন্দগঞ্জে আদিবাসীদের উচ্ছেদের জন্য তাদের উপর পুলিশ গুলি চালিয়েছে। চারদিকে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। জনগণের গণতান্ত্রিক অধিকার ক্রমশ খর্ব করা হচ্ছে। এই অবস্থা মেনে নেয়া যায় না। মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে হবে।
Leave a Reply