সাংস্কৃতিক প্রতিবেদক : সাম্প্রদায়িক সহিংসতা, মুক্তিযোদ্ধা হত্যা ও সাঁওতাল জনগোষ্ঠীর উপর হামলার প্রতিবাদে সিলেটে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উদীচী শিল্পী গোষ্ঠী, ছাত্র ইউনিয়ন, সাংস্কৃতিক ইউনিয়ন ও প্রগতি লেখক সংঘ।
মিছিলটি মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় শহীদমিনারে এসে শেষ হয়।
এরপর সেখানে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, আগের ঘটনাগুলোর সঠিক বিচার না হওয়ায় এমন বর্বরতার পুনরাবৃত্তি ঘটছে।
সন্ধ্যায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এসব সংগঠনের শিল্পীরা।
Leave a Reply