মৌলভীবাজার প্রতিনিধি : সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে মৌলভীবাজারে সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ। প্রধান বক্তা ছিলেন, সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক নাট্যজন পীযুষ বন্দোপাধ্যায়। জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, পৌর মেয়র ফজলুর রহমান, সম্প্রীতি বাংলাদেশের সদস্য মিহির কান্তি ঘোষাল, মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন, নির্মল কান্তি দেব, ইপা বড়ুয়া ও টিমোথি মান্নান।
Leave a Reply