সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটি সম্প্রতি সিলেটে সংঘটিত ৫টি খুনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
রবিবার বিকেলে মহানগরীর পুরান লেনে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই ক্ষোভ প্রকাশ করা হয়।
সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ জেলার সর্বত্র আইনশৃঙ্খলার অবনতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, সিলেটে ঘন ঘন খুন-খারাপি, সংঘর্ষ, ছিনতাই, ডাকাতি ইত্যাদি অপরাধ সংঘটিত হচ্ছে। বিচ্ছিন্নভাবে এ সব ঘটাচ্ছে একশ্রেণির তরুণ-যুবক; কিন্তু পর্যাপ্ত পুলিশি টহল দেখা যায় না।
নেতৃবৃন্দ ছড়ারপার-মাছিমপুরবাসীর মধ্যে সংঘর্ষ, সাবেক সিটি মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় হামলা, সদর উপজেলার সাহেব বাজারে পল্লীচিকিৎসক খুন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় তরুণ হত্যা ও জৈন্তাপুর উপজেলার হরিপুরে সংঘর্ষে একজন হাফিজের মৃত্যুর ঘটনায় নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
সভায় সুনামগঞ্জের বিভিন্ন হাওররক্ষা বাঁধ নির্মাণে অবহেলা ও দুর্নীতিতে জড়িতদের শাস্তি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
তারা উন্নত বিশ্বের ন্যায় হাওররক্ষা বাঁধগুলো রাস্তায় পরিণত করে ভাটি এলাকার কৃষি জমিগুলোর নিরাপত্তা জোরদার করার দাবিও জানান।
সভায় সিলেটের কয়েকটি স্থানে ঘন ঘন আগুন লাগার ঘটনায় এবং এখন পর্যন্ত সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠন না করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় বক্তব্য রাখেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার, সহসভাপতি মাহবুবুর রহমান খালেদ, মামুনুর রশীদ, ফারুক আহমদ চৌধুরী, সদস্য ইনছান আলী, মো শফিকুল আহমদ, উছমান গনি, মইনুল ইসলাম, সেলিম আহমদ, পানুর রহমান পানু, বেলাল আহমদ, শাহ মো ইব্রাহিম আলী, নিজাম উদ্দিন, শিমুল আহমদ, কামিনী বৈদ্য, ফখরুল ইসলাম, আরিফ মিয়া ও মো শামীম।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply