র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনী প্রধানদের কুরুচিপূর্ণ ও অশ্লীলল ছবি শেয়ার ও পোস্ট করায় এবং রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে সিলেটে মোবাইল সহ একজনকে গ্রেফতার করেছে।
সোমবার রাত পৌণে ১১টার দিকে র্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি ওবাইনের নেতৃত্বে খাদিমনগর এলাকায় অভিযান চালিয়ে দাসপাড়া এলাকার জুয়েল আহমদকে গ্রেফতার করে।
র্যাব-৯ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাতীয় ব্যক্তি বর্গ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মানহানি এবং রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply