প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীসহ আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত ও কুরুচিপূর্ণভাবে উপস্থাপনের দায়ে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-৯ এক যুবককে গ্রেফতার করেছে।
তার নাম মাহফুজুর রহমান নবীন। পিতার নাম ইজাজুর রহমান। বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার মোহাম্মদ নগর গ্রামে। বুধবার সন্ধ্যায় র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি আনোয়ার হোসেন, এএসপি সত্যজিৎ কুমার ঘোষ, এএসপি নাহিদ হাসান ও এএসপি খালেকের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে অবৈধভাবে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক, হ্যাকের চেষ্টা ও আইডি বিনষ্ট করা এবং অনলাইনে র্যাব কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জনের মতো অপকর্মেও জড়িত ছিল।
Leave a Reply