নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে সিলেটে মেহেদি হাসান নামের এক যুবককে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব-৯ গ্রেফতার করেছে।
রবিবার দুপুরে জিন্দাবাজার এলাকার মিলেনিয়াম শপিং সেন্টারের দোতলায় অবস্থিত ছামিয়া ফেব্রিকস থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর সহকারী পরিচালক এএসপি সত্যজিত কুমার ঘোষ জানান, মেহেদি হাসান দীর্ঘদিন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষাবিদ ড জাফর ইকবাল সহ বিভিন্ন ব্যক্তির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছিল।
Leave a Reply